আকাশ কন্যা

কলমে- সুশান্ত সাহা

 

এইতো আকাশ ,এইতো বাতাস

কথার এতো বন্যা

কেগো তুমি স্বপ্নে এতো ?

কে তুমি সেই কন্যা ۔۔?

আকাশ জুড়ে স্বপ্ন এতো

গ্রহের দেশের গল্প

আনলে তুমি সহজ করে

সব শিশুদের হয়তো ۔۔۔۔

 

 

জ্ঞান -বিজ্ঞান মস্ত বড়ো

স্বপ্ন  ভরে কত্ত

শিশুদের সব ভাবনা জুড়ে

তুমি -ই সেই সত্য ۔۔

ভুল করে মন যে কত

নেশায় কেমন মত্ত

গুহার মতো  চাওয়া পাওয়া

মুছলে তার অর্থ ۔۔۔

 

এই দেশ টা  তোমারো ছিল

বুক ফুলিয়ে  যতই কহ

লাল চোখেতে ধর্মরা সব

উড়ছে ডানায় অর্থবহ ۔۔۔

 159 total views,  2 views today