আজ বসন্তে

কলমে – করুণা দেবনাথ

গ্রাম-জামবুরা, পো- খোয়াই কোর্ট, জেলা – খোয়াই, রাজ্য-ত্রিপুরা-৭৯৯২০২

 

আজ বসন্তে ছড়িয়ে রঙ দিলাম  মুক্ত হাওয়ায়!

সাতটি রঙের বসন্ত তান  মনের চাওয়া পাওয়ায়।

আজ ফাগুয়ায় তুলছে তুফান শিমুল কৃষ্ণচূড়া!                                    

গগন তলে উৎসবেতে পৃথ্বি মাতোয়ারা।

রঙ বেরঙ ফুলের সুবাস দখিন বায়ে উদাস!

ঋতুরাজ বসন্তে  মাতে আনন্দ ও উছ্ছাস ।

বয়স যেনো মনকে বলে আবীর  আরো মাখো!

মনটা যদি রাঙাও তবে বয়স,কমবেই দেখো।

মনের  মাঝে ফাগুন হাওয়ার গুনগুনাগুন গান!

রামধনু রঙ পড়ছে ঝরে কোকিলের কুহু  তান।

মন ফাগুনের উষ্ণ ঋতু রঙের আনাগোনা!

রঙ বাহারে হাসছে ভুবন মেলেছে আবীর ডানা।

 আবীর যেনো প্রেমের সুবাস দানে প্রেমীর মনে!

খুশির জোয়ার জাকিয়ে তুলে প্রতি জনে জনে।

কৃষ্ণ চূড়ার কুসুম বাগে রূপের লাল বাহার!

বসন্তের মিষ্টি হাওয়া ষোড়শ মনের আধার।

আসবে প্রেমী রঙিন হয়ে  প্রেমের টানে টানে!

বসন্তরাজ বুঝিয়ে দেয় ভালোবাসার মানে।।

 205 total views,  2 views today