কবিতা – এই বেশ আছি !

কলমে:- অসীম মুখার্জী

 

এই বেশ আছি ভালো আছি

এই বেশ আছি !

এই বেশ আছি ভালো আছি

এই বেশ আছি …………..

সকাল বেলায় থলি হাতে

রোজ বাজারে যায় আসি !

খুঁজে খুঁজে কানা বেগুন কিনি,

কিনি সস্তায় মাছ বাসি !

এই বেশ আছি ….. ……….

দাম কমার ই আশা নিয়ে,

দুপুর তক ই বসে থাকি !

আবার বাড়ি ফেরার সাথে সাথেই

গিন্নি করেন চেঁচামেচি !

বলে নে খেয়ে নে ভর দুপুরে

এবার আলু ভাতে খা দেখি  ?

ভয়ে ভয়ে তাই সবাই যে খায়,

নইলে ভাঙবে ছুঁড়ে ঘটি, বাটি !!

এই বেশ আছি……

আবার রেশনেতে নাই চিনি তেল

বলেন ডিলার হাসি হাসি !

কে প্রতিবাদ করবে হেথায়,

গোকর্ণে কে,কার মাসি  ?

এই বেশ আছি………… .

ভেজাল খেয়ে খেয়ে মোদের

খাঁটি জিনিস অরুচি !

আবার খাঁটি জিনিস চাইলে বলে

তুই কি যেতে চাস রাঁচি ?

এই বেশ আছি ….. ‌…. ………..

দামের ছ্যাঁকায় হাত পুরে যায়,

পকেট পোড়ে তার বেশি !

কখনো আবার  দাম টি শুনে,

খালি হাতেই ফিরে আসি  !!

এই বেশ আছি, ভালো আছি

এই বেশ আছি………………..

(স্বত্ত্ব সংরক্ষিত)

Loading