কবিতা – হিটলার তুমি কোথায় ?

কলমে – অসীম মুখার্জী

 

হিটলার তুমি কোথায়  ?

ইতিহাস তোমা করেনি যে ক্ষমা

দ্যাখো ইতিহাস পাতায় !

তুমি অমানুষ,দানবিক গুনে ভরা

দয়া মায়াহীন হৃদয় তোমার

মরু রুক্ষতায় যেন ক্ষরা  !!

দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুমি ইহুদি নিধন করে ,

অর্ধেক প্রায় ইহুদি নিধন যজ্ঞে দিয়েছো মেরে ?

হতবাক বুঝি গোটা বিশ্বটা

তোমার ক্রুরতায় !

সেই কথা আজও লেখা আছে দ্যাখো, ইতিহাসের পাতায়!!

হিটলার তুমি কোথায় ?

যুদ্ধবন্দীদের নিয়ে যেতে তুমি,

পণ্যবাহী ট্রেনে করে !

গাদাগাদি তেই মারা যেত অর্ধেক,

বাকি গ্যাস চেম্বারে দিতে ভরে  !!

মানব রূপে দানব তুমি,

হৃদয় হীন এক পশু !

দ্যাখো খেলা করে কুকুর বিড়ালের সাথে, যারা নিতান্ত শিশু!!

ঘৃণা থুৎকারের প্রাপক তুমি,

শত্রু মানবতার !

নাম খানি তব কেন রাখা বৃথা

অ্যাডলফ “হিটলার”  ?

ইতিহাস তোমা করিবেনা ক্ষমা,

জল্লাদ রূপী তুমি !

কথায় কথায় জনরব তায়

“হিটলারী রাজ”শুনি!!

Loading