মাটির অভিশাপ
কলমে ✍️: কল্যাণ কুমার সাউ
গ্রাম+পোস্ট:ধলভূমগড়, জেলা:পূর্ব সিংহভূম, ঝাড়খন্ড,পিন:৮৩২৩০২
আমি ছিলাম কুঁড়ে ঘরে,শান্তির এক সুস্থ পরিবেশে, সাথী ছিলো খড়ের চালি,
গোবরের শুদ্ধিতে প্রাণ হয়ে যেতো উর্বরা, মনের আনন্দে থাকতাম ঘরে সুখী।
কুমারের হাতে হত আমার পরিপাটি, প্রশাধনে সুসজ্জিত হয়ে করতাম সবার ছুটি।
কখনো প্রদীপ হয়ে আলোকিত করেছি জগৎকে, কখনো মন্দিরে বিরাজমান হয়েছি ।
কখনো কলসি হয়ে শীতল জলে তৃপ্ত করেছি মানবকে, মনের সুখে থেকেছি,
কখনো বা গাছের ফলে করেছি পরিপূর্ণ, ফুলের শোভায় সুশোভীত সকলকে করেছি।
আমার অবদান অমূল্য, আমায় ছাড়া বৃথা জীবন, মূল্যহীন বাঁচার উৎস,গতিহীন,
আমি ছিলাম অতীতে, আছি বর্তমান ভবিষ্যতেও থাকবো, শুধু মূল্য কেও বোঝেনি।
আজ আমায় ছেড়ে হচ্ছে বহুগামী কর্ম, দেখছি বিনাসের পথে দ্রুত মানবের সৃজনী,
নিজের কর্ম দোষে, নিজের ভাগ্য লিখে, এককালে আমার মূল্য যখন বুঝবি।
করার থাকবেনা কিছু, সেইদিন হবে শুধু বিনাসের শঙ্খনাদ, প্রলয় নিশ্চিত,
মাটির মূল্য বুঝলিনা, যে মাটির কোলে বড় হয়ে, আজ সেই মাটিকে বিক্রি করলি।।