কবিতা- শক্তিরূপেন
কন্ঠে – সঞ্চিতা সরকার
কলমে ✍️: মধুমিতা_দেব
Deb Villa, 148/6 Mali Bagan, Lane no. 7, Kaikhali, Kolkata- 700052
……………………..
ঝড় উঠল,ঝড় উঠলো, দিক হল উজাড়,
উন্মাদিনীর তাণ্ডবে আজ, সবকিছু ছারখার।
ঘনঘন তার শ্বাসের ঘটায়, উড়ছে যে ধুলো বালি,
চোখের কাজল ছড়িয়ে গিয়ে চারদিক আজ কালি।
পাগলিনী দোলায় মাথা, ছড়িয়ে কালো কেশ,
জড়িয়ে নিয়ে অঙ্গে তাহার প্রবল বায়ুর বেশ।
শন শন শন উড়ছে শাড়ী ঐ দশদিক জুড়ে,
হুঙ্কার দেয় পাগলিনী, বজ্রপাতের সুরে।
কম্পিত গাছ, কম্পিত পাখি, উথাল-পাথাল নদী,
উন্মাদিনীর শানিত খড়্গ, ফালাফালা করে যদি।
ভেঙে পড়ে গাছ, উড়ে যায় পাখি, উন্মাদিনীর রোষে,
ভ্রুকুটি সানায় মুহুর্মুহু বজ্রনির্ঘোষে।
কার তরে তোর এত রোষ আজ? কেন এই তাণ্ডব?”
“উগ্রচন্ডা রূপেই আমি ঘুচাই কালিমা সব।”
এরপর নামে বাঁধভাঙ্গা জল ,উন্মাদিনীর চোখে,
ঝর ঝর বেগে ঝরে বারিধারা যেন কার হায় শোকে।
ধুয়ে গেল জলে কাজলের কালি, পাগলিনী হলো শান্ত।
শ্বেতশুভ্র নির্মল বেশ, উড়ে আঁচলের প্রান্ত।
সবুজকানন সজীব হল কুলায় ফিরল পাখি,
বরিষন শেষে স্নিগ্ধ হল, আগুন ঝরানো আখি।
নারীর মতোই সংহাররূপী অসুর দলনী, দুর্বার,
অন্যরূপে সে প্রেমের মূর্তি, স্নেহ মায়া আর মমতার।
চৈত্র শেষে বরণডালা তাইতো সাজিয়ে রাখি।
নারীরূপেন, শক্তিরূপেন স্বাগত কালবৈশাখী।।