গোপাল উপকারী প্রাণী
(সত্য কথা অবলম্বনে লেখা)
কলমে- অসীম মুখার্জী
“গোপাল বড় উপকারী প্রাণী “!!!!!!!
মোর পশিল কর্ণে এহেন বাণী,
মুগ্ধ হইনু শুনি !
কহিলেন যেজন,উৎপল সুজন
অবাক ই হইনু আমি !!
এই হেন বাক, শুনি নির্বাক
ভারি অদ্ভুত কথা ?
হাসির ঝলক ফেলিতে পলক
হঠাৎ উঠিল সেথা !!
এহেন বানী কভু তো শুনিনি
অদ্ভুত লাগে মনে!
বক্তাকে আমি শুধাই তখনই
“গোপালে”প্রাণী কহিলেন ক্যানে ?
বলেন বক্তা,গোপালে হেথা
প্রাণী কহিয়াছি আমি ।
প্রাণ আছে যার সেইতো প্রাণী
ভুল তো কিছু বলিনি ??
যুক্তি তাহার খন্ডিব কি আর,
ভাবিয়া তখন দেখি !
অকাট্য যুক্তি নহে অত্যুক্তি,
হার মানিতেই বাকি !!
কথার চমকে চমকিত হয়ে,
লিখতে বসবো জানি !
“গোপাল” ও কহিল হাসিয়া তখনই
ঠিকই তো বলেছেন উনি!!
মজার মানুষ, মজার কথা
শুনি “উৎপলদার” মুখে ?
পরাণ আমার সত্যি জুড়ালো,
ভুলিব না কভু তাঁকে !!
(স্বত্ত্ব সংরক্ষিত