মা
✍️ – গৌরী সেন
যাদবপুর, কলকাতা
……………………..
মায়ের খবর কেউ রাখে না সারা বছর ধরে
মাতৃদিবসে শুভেচ্ছার বন্যা ফেসবুকটা জুড়ে।
বছরভর খোঁজে যার চোখ একটিবারের তরে
দেয়না দেখা সোনা মানিক সারা বছর ধরে।
লোল চামড়া ,ঝাপসা দৃষ্টি , দন্তবিহীন হাসি
কেউ বলেনা গলা জড়িয়ে”মা” তোমাকে ভালোবাসি।
অপত্য স্নেহে বাঁধা হৃদয় জড়িয়ে ধরতে গেলে
“ধান্দাবাজির ভালোবাসা”ঠেলে দিয়ে সন্তান বলে।
সূর্য এখন অস্তগামী রাতের প্রতীক্ষায়,
নদীর কূলে একাকী বসে খেয়াপারের অপেক্ষায়।
সময় পাল্টায় সমাজ পাল্টায় কালের নিয়ম মেনে
জোড় হাতে মা তবু মঙ্গল কামনা করেন মনে মনে।।
মাতৃ দিবসে বিশ্বের সকল মাকে প্রণাম