সর্বনাশা মোবাইল

কলমে- মফিজুর রহমান ( মফিজ)

গ্রাম- মোকাম তলা। পোষ্ট- বাঘনাপাড়া। থানা- অম্বিকা কালনা। জেলা- পূর্ব বর্ধমান।

 

সরল সাদা পত্নী যে মোর,

                          ঢের ছিল সে ভালো।

তিমির ভরা হবে সে মোর,

                             ছিল রবির আলো।

হাজার দুঃখ বহন করে,

                      সংসার টি রাখতো ধরে।

শান্ত কোমল ব্যবহারে,

                        সবার যেত হৃদয় ভরে।

ফেসবুকেতে আটকে তার আজ,

                           অসংযত জীবনধারা।

মানুষটি সে আজও আছে,

                      দীপ্তি বিহীন তিমির ভরা।

ফেসবুকের ঐ রঙিন জগত,

              সংসারে মোর ফেলল যে বাজ।

রঙিন ভুবন হয়না পূরণ,

                  অতৃপ্ত এক আত্মা সে আজ।

ছিলনা ফোন ঘাঁটাঘাঁটি,

                       সংসারও বেশ পরিপাটি।

ফেসবুকের ঐ আসক্তি আজ,

                    সংসার মোর করলো মাটি।

জাগে নিশি কাল, ঘুমায় সকাল,

                 জাগায় ঊষাই, ঘুমেই বেহাল।

প্রভাতে হই আমিই দামাল,

                কাজ করে দিই ভবের সামাল।

সে, না করে,রান্না ঘরে,

                          অনলাইনে অর্ডার করে।

ফেসবুকে সেই পোস্টটি ছাড়ে,

               তাতে নাকি তার স্ট্যাটাস বাড়ে।

ফোরজি তে তার  হচ্ছে না আর,

                  এখন চাওয়া ফাইভ জি তার।

চাহিদা তার বেড়েই চলে,

                     সংসারও মোর অতল তলে।

এড়াতে অশান্তি ঘরে,

                   ফোনটা না হয় দিলাম তারে।

ফিরবে কি মোর শান্তি ঘরে?

              নাকি, দ্বন্দ্বের স্রোত বইবে জোরে।

হয়তো পাতে আলু ভাতে,

                            বাড়িতে তার এমন চলা।

ফেসবুকে তার পোস্টটি ঘোরে,

                         ঘরে যেন তার খাদ্য মেলা।

সেসব দেখে পত্নী বলে,

                                 দেখো ওরা কত সুখী।

দুর্দশা আজ সংসারে মোর,

                              সব সময়েই দিচ্ছে উঁকি।

বুঝলো না সে তাদের চলাও,

                           চলছে যেমন মোদের ঘরে।

আসলে। দূর থেকে যে দেখছে তারে,

              আবার। চোখেও রঙিন চশমা পড়ে।

বিশৃংখল জীবনধারা,

                                   হচ্ছি তাতে দিশাহারা।

রই দুজনে একই ঘরে,

                            থেকেও লক্ষ্য যোজন দূরে।

কিছু আছে ভাই ,এর সমাধান।

                            থাকলে তা মন্তব্যে জানান।

Loading