জেনে নিন আপনার আজকের (২ মে, বৃহস্পতিবার ২০২৪) রাশিফল সঙ্গে প্রতিকার

বহু সম্মান ও পুরষ্কারে ভূষিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক রাশিফল বিচারের লেখক

আচার্য্য পি.শাস্ত্রী

(স্বর্ণপদক প্রাপ্ত)

9836738810 / 8697296783

মেষ

দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো হবে। কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। নিজের বুদ্ধি ও পরিশ্রম আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।

শুভ রং: ক্রিম শুভ সংখ্যা: ২৮ শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১০টা

 বৃষ

কোনো সমস্যা সমাধানের পথ পেতে পারেন। অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে। পরিবারের ব্যাপারে মানসিক চাপ একটু বাড়বে। অন্যের ওপর নির্ভরতা কমাতে হবে। উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন।

শুভ রং: নীল শুভ সংখ্যা: ১০ শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

 মিথুন

আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত হতে পারে। কোনো কাজ করে মানসিক শান্তি পেতে পারেন। পরিবেশ অনুকূলে থাকবে। আগের কাজ শেষ না করে নতুন কিছু শুরু করবেন না। প্রিয়জনের কাছে থাকুন।

শুভ রং: পীচ শুভ সংখ্যা: ১৪ শুভ সময়: দুপুর ১টা ৫০ থেকে দুপুর ৩টা ৩০

 কর্কট

পেশাগত দিক ভালো থাকবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। বন্ধুর সহযোগিতা পাবেন। কোনো আর্থিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে। আশাবাদী হোন এবং আলোকিত দিকটি দেখুন।

শুভ রং: বেগুনি শুভ সংখ্যা: শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে ১১টা ২০

 সিংহ

কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। দূরে ভ্রমণের জন্য আলোচনা হতে পারে। কাজে উত্সাহ বাড়বে। আপনার কাজের দ্বারা অন্যকে খুশি করতে পারবেন। সময়োচিত সিদ্ধান্ত কাজে সাফল্য আনবে।

শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ১৮ শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

কন্যা

প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। আপনার কাজে অন্যদের সমর্থন পাবেন। বিরূপ পরিস্থিতিও অনুকূলে নিয়ে আসতে পারবেন। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। আর্থিক লেনদেনে মনোযোগী হোন।

শুভ রং: লাল শুভ সংখ্যা: শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

তুলা

আগের তুলনায় মানসিক চাপ কমবে। যৌথভাবে কিছু করার সুযোগ আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ভুল-বোঝাবুঝির অবসান হবে। ব্যবসায় মন্দা থাকলেও উন্নতির যোগ আছে। স্পর্শকাতর বিষয়ে ধৈর্য ধরুন।

শুভ রং: আকাশী নীল শুভ সংখ্যা: ১১ শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

 বৃশ্চিক

কাজে পারদর্শিতা দেখাতে পারবেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। অবসাদের ফলে কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। নিজের মধ্যে উৎসাহ আনুন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। শরীর ভালো রাখুন।

শুভ রং: সাদা শুভ সংখ্যা: ২২ শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা

 ধনু

অপ্রত্যাশিত কোনো উপহার পেতে পারেন। দৈনিক কাজকর্মে সাফল্য ও সুনাম বজায় থাকবে। প্রত্যাশা পূরণে বাধা দূর হবে। সাফল্য লাভের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে অগ্রসর হতে হবে। রোমান্স শুভ।

শুভ রং: গোলাপী শুভ সংখ্যা: শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে ৮টা ৫৫

 মকর

পরিবারের মানুষের কাছে আপনার সততার প্রমাণ দিতে পারবেন। কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি হবে। কাজে উন্নতির যোগ ও সুনাম বৃদ্ধি পাবে। ভুল সংশোধনের সুযোগ পাবেন। নিজের শক্তির ওপর বিশ্বাস রাখবেন।

শুভ রং: ক্রিম শুভ সংখ্যা: ৩৬ শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে ১১টা ০৫

 কুম্ভ

কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্র আগের তুলনায় শুভ। অবহেলার কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায় ছাপ থাকলেও লাভবান হবেন। সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন।

শুভ রং: কমলা শুভ সংখ্যা: ১২ শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১৫

 মীন

কোনো কাজে আর্থিক সুবিধা পেতে পারেন। নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। ব্যবসায়ীরা অল্প পরিশ্রমেই লাভবান হবেন। থেমে থাকা কাজের অগ্রগতি হবে। নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন।

শুভ রং: গাঢ় হলুদ শুভ সংখ্যা: ৬ শুভ সময়: সকাল ৮টা ৩০ টা থেকে ১১টা

  _______________________________________________________________________

সুখ শান্তির ঘরোয়া টোটকা

ভালো রেজাল্ট করার টোটকা

প্রত্যেক ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে যাবার আগে প্রস্তুতি নেয় এবং তারপর পরীক্ষার হলে যায় পরীক্ষা দিতে। কিন্তু বেরোনোর আগে তাদের মনে আতঙ্ক আরো বেড়ে যায়। তারা মানসিক চাপের মধ্যে পড়ে যায়। পরবর্তীকালে কী ঘটবে সেটা ভাগ্যের ওপর ছেড়ে দেয়। এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। আপনি যদি দেখেন যে, আপনার ছেলে বা মেয়ে ভালো পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গেছেন এবং আপনি আশাক করে আছেন যে, আপনার সন্তান ভালো রেজাল্ট করতে অবশ্যই।কিন্তু ভাগ্যের পরিহাসে বা অন্য যেকোনো কারণে এমন নম্বর পেল যে, একেবারে আপনার সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়েছে সেক্ষেত্রে আপনি সন্তানের মঙ্গলের জন্য সনিবার অথবা মঙ্গলবার স্নান করে শুদ্ধ বস্ত্রে নীল তারা মায়ের পুজো দেবেন। আপনার সাধ্যমতো ফুল দিয়ে পুজো দেবেন। এবং পুজো শেষে দু’হাত জোড় করে প্রমাম করবেন এবং আপনার মনের কথা বলবেন। এ প্রসঙ্গে আর একটা কথা বলি, যে একটি নারকেল নেবেন এবং এর মধ্যে সিঁদুরের টিপ দেবেন। সিঁদুর দিয়ে নারকেলের ওপর লিখবেন ‘‘জয় নীল তারা’’ এই প্রয়োগটা যথাযথভাবে করতে পারলে আপনার মনস্কামনা পূর্ণ হবে ছেলে বা মেয়ের রেজাল্ট বেরোবার আগে প্রয়োগটা করলে বিশেষ উপকার পাবেন ‌। এর ফল স্বরূপ আপনার সন্তানের ভালো রেজাল্ট হবে।

 _________________________________________________________

  

 

 

 

 

 

 

 

 

  

Loading