ফেলু মামা
কলমে – ছবি বর্মন
কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর
লটারি লেগে ফেলু মামার
মাথা গেল ঘুরে ,
দূরের মানুষ কাছে দেখেন
কাছের মানুষ দূরে ।
বিরিয়ানি খান প্লেটে প্লেটে
এগরোলের হিসাব নাই ,
দুই চাকাতে মন ভরে না
চার চাকা তার চাই ।
আজকে যদি দিল্লি ঘোরেন
কালকে অমৃতসর ,
ট্রেনের জার্নি ভালো লাগে না
কিনতে চান হেলিকপ্টার ।
হাওয়াই চটি ভালো লাগে না
পরেন দামি সু ,
নামী দামী কোম্পানি তার
নামটি নাকি হু ।
গজিয়ে ডানা ওড়ে আকাশে
মাটিতে ফেলে না পা ,
পাড়ার মোড়ে যায় না দেখা
মঙ্গল গ্ৰহে খান চা ।