প্রকৃতি

✍ – কলমে- অরুন্ধতী মাহাত

 

বসন্তের যে প্রেম জোয়ারে
ভেসেছিল প্রকৃতি,
গ্রীষ্মকালীন দাবদাহে
সবই রবে তা স্মৃতি।

বর্ষা এলে প্রাণটি জুড়ায়
মুখে ফোটে হাসির রেশ,
চাষি ভাইরা লাঙল কাঁধে
ভুলে যায় সব হিংসা দ্বেষ।

শরৎকালে মা’র আগমন
সবাই থাকি অপেক্ষায়,
প্রকৃতিও সেজে ওঠে
শিউলি -কাশের মহিমায়।

মাঠে মাঠে সোনালি ধান
নজর কাড়ে হেমন্তে,
চাষি ভাইদের মুখে হাসি
লেগে থাকে দিনান্তে।

শীতকালেতে ভীষণ মজা
নেই যে খুশির অবসান,
নানারকম মেলার মাঝে
পিঠে পুলির অবদান।

ঋতুর রাজা বসন্ত যে
মন করে দেয় উতলা,
রঙে রঙে প্রকৃতিও
হৃদয় মাঝে দেয় দোলা।

ছয়টি ঋতুর অবসানে
ফিরে আসে নব সাল,
চতুর্দিকে খুশির জোয়ার
জীবন তরী তোলে পাল।।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading