মধুর স্মৃতি
কলমে: মহামায়া রুদ্র
মধুর কিছু মুহূর্তকে
বাঁধ্তে যে চাই জীবনের এই খাতায়,
সারাজীবন সঙ্গে আমার থাকুক
রঙিন স্মৃতির সুখের পাতায় পাতায়।
হঠাৎ বিশেষ অবসরের ফাঁকে আজকে নাহয় পাল্টে গেছে দিন,
নীল ভাবনার ঢেউয়ের মাঝে মাঝে বাজছে মনের স্বপ্ন দিনের বিন।
ভিন রূপের ওই ভিন্ন সাজের মাঝে,
আজকে জীবন পাচ্ছে ভালোবাসা।
একঘেয়েমির পর্দা গেছে ওঠে
দীপাবলীর রঙিন আলোক মেলায়,
আশাবরীর বেবাক মিষ্টি সুরে,
আজকে না হয় দু চার কথা বলি।
বয়স সেতো লাগাম ছাড়া ঘোড়া
ছুটেই চলে নিজের চলার ঝোঁকে
বাঁচার গানে তোয়াক্কা কি আর তাকে?
মরব না আজ সাদা চুলের শোকে।
তোলা নূপুর নামবে দেরাজ থেকে,
চোখের কোনে সূক্ষ্ম কাজল টানি,
অভিমানের আলতো আতস ঠোঁটে,
অরুণ রাগে ভীষণ অভিমানী।
ইচ্ছে জাগে আজকে নিজের মনে,
পৃষ্ঠা খুলে সেই স্মৃতিকে
স্বর্ণ কমল মানি।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-