আবারও দেখা হবে
ত্রিদিবেশ দে
আবার ও দেখা হবে
হয়তো তোমার সাথে
রোদ ঝলমলে প্রভাতে
হাত ধরে হাতে।
দেখা হবে কুয়াশায় ঘেরা
অমাবস্যার রাতে,
পথে দেখবে
কোন এক গভীর খাদে,
বজ্র নিনাদে।
তুমি হয়তো বসে আছ
গালিচা বিছানো কাঁচ ঘেরা ঘরে,
আরাম পালঙ্কে হেলান দিয়ে।
দেখা হবে দুজনের
ঠিক বিপরীত ঘটনাতে।
অথবা দেখা হবে না
তোমার সাথে আর আমার
কোন কালে,
নিঃশেষ হবে সবকিছু চিরতরে।
পাতারা যেমন ঝরে
পচে যায় মাটির ভিতরে।
না কি হবে আবারও
কোনকিছু নতুন করে এরপরে?
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
16 total views , 1 views today