ভুত যখন বন্ধু

কবি  সমীরণ সরকার

ব্যারাকপুর, ৮৯৮১২৯১৬০৪

 

(পূর্ববর্তী অংশের পর)

আমি বাড়ি চলে এলাম সারারাত আর ঘুমাতে পারলাম না সব দৃশ্যগুলো চোখের মধ্যে ভেসে উঠছে আর ভাবছি কি আছে ওর বাড়িতে কয়েকদিন কেটে গেল। আর কি ঘটনা ঘটেছে প্রশ্ন করলাম বন্ধকে আর কী ঘটেছে। আমি মন দিয়ে শুনতাম আর মনে রাখতাম । ভূপাল জানালো যেই থাক ও আমার বন্ধু হয়ে আছে। কি বুঝেছিল আমায় বলেনি। এই ঘটনা আমি ছাড়া আর কেউ জানতো না। এবার আসা যাক সেই ভয়ংকর অবিশ্বাস্য ঘটনার কথা। কোন এক শনিবার আমি ছিলাম না কয়েক বন্ধু মিলে সন্ধ্যা থেকে আড্ডা গল্প হচ্ছিল সূরা আর মুরগির মাংস চলছে। এটোকাটা জানলা দিয়ে বাইরে ফেলেছিল। ভোপাল ছাড়া সবাই বাড়ি চলে গিয়েছিল। ঘরদোর পরিষ্কার করতে অনেক রাত হয়েছিল।

শীতের রাত ঘুম পেয়েছিল লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছিল। রাত তখন দুটো আড়াইটা হবে কানে এলো কেউ হেঁটে চলেছে দুমদুম আওয়াজ করে আর কান্নার শব্দ। নেশার ঘোরে অতটা গুরুত্ব দেয়নি। খানিক পরে কানে এলো থালা ফেলার শব্দ। একবার নয় দুবার নয় অনেকবার। নেশা অর্ধেক কেটে গেছে। উঠে গিয়ে লাইট জ্বালিয়ে দিল আবার মুড়ি দিয়ে শুয়ে পড়ল আর মনে মনে জানালো বন্ধু আমাকে ভয় দেখিও না আমি একা রয়েছি আমার কিছু ভুল হলে ক্ষমা করো। একটু ঘুমের মতো এসেছিল। খানিক পরে বুঝতে পারছি ওর পায়ের দিক থেকে কেউ লেপ টানছে। বেশ ভয় পেয়ে গিয়েছিল। উঠে বসে সিগারেট ধরালো ধোঁয়া ছাড়ছে সেই ধোঁয়া গোল হয়ে ওর নিজের দিকে চলে আসছে।

(পরবর্তী অংশ পরবর্তী সংখ্যায় দেখুন)

 

__________________________________________________________

 

 

 

__________________________________________________________

_______

 

 

 

 

 

 

 

  

Loading