ব্যর্থ প্রেমিক

কলমে ও কন্ঠে

মফিজুর রহমান (মফিজ)

 

হও তুমি আজ অনেক বড়,

                                       পাও লাখো সম্মান।

তোমার উত্থানে পাশে থেকে যেন,

                                    রাখতে পারি সে মান।

হয়তো তখন হাজারও মানুষ,

                                      রইবে তোমায় ঘিরে।

লক্ষ তারার মাঝেই সেদিন,

                                      হারিয়ে যাবো ভিড়ে।

যে ছিল তোমার অনেক দামি,

                   জানি তাকে আর খুঁজবে না তুমি।

হারাবো সেদিন পায়ের ভূমি,

                                তবু হও বড়, হও সম্মানি।

যতটা স্বপ্ন ছিল এ নয়নে,

                          এখন ও দেখি সে স্বপ্ন শয়নে।

স্বপ্নপূরণ হবে নাকো জানি,

                    জানি ফিরে আর আসবে না তুমি।

সুখে নাই ডাকো দুঃখে তে ডেকো,

                  মোর দুঃখে নাই সুখে পাশে থেকো।

পথ চেয়ে রব আজীবন ধরে,

                     কোনদিন তুমি আসো যদি ফিরে।

তোমার সাজানো সেই সংসার,

                      তুমি বিনা আজ মেনেছে সে হার।

আজও পথ চেয়ে রয়েছে তোমার,

 106 total views,  4 views today