শব্দাঞ্জলি

কলমে – সোমা রায়

শিক্ষক তুমি  সমাজের আলোকবর্তিকা ,

ছাত্র সমাজকে দেখাও  প্রতিনিয়ত আলোর দিশা l

শিক্ষক তুমি মানুষ গড়ার কারিগর ,

শিক্ষক তুমি মেরুদন্ড জাতির l

শিক্ষক তুমি  ছাত্র সমাজের  প্রয়োজনে বন্ধু ,

ছাত্র সমাজ যেন বিপদগামী হয় না কভু l

শিক্ষক তুমি  ছাত্র সমাজের জন্যে পথিক ,

কণ্টকময় পথে হেঁটেও বিশ্ববিজয়ী হতে শেখাও দিকবিদিক l

শিক্ষক তুমি ছাত্র সমাজের জন্যে দিশারী ,

তুমি গড়ে  তোলো  তিল তিল করে ভবিষৎ কান্ডারী  l

শিক্ষক তুমি চলো তোমার নিজ আদর্শে ,

ক্ষয়িষ্ণু মূল্যবোধের সমাজে তুমি জাগিয়ে তুলো  আশার  বাণী যে l

শিক্ষক  তুমি  হাতিয়ার বলতে বুঝ কলম ,ব্যবহার জাগ্রত বিবেক l

তুমি বিনা এই জগৎ সংসার অচল ও অর্ধেক l

শিক্ষক তুমি সব  পেশার  সৃষ্টিকারী ,

অহর্নিশি  সমগ্র মানব জাতি ও সমাজ তোমায় নমি l

 152 total views,  4 views today