তুমি ইছামতি
কলমে – পিয়ালী রায় কুণ্ডু
যৌবন যার হারিয়ে যায় সময়ের তরে,
তবু তুমি বয়ে চলেছ আজও কাব্যিক আসরে।
তোমার সৌন্দর্যে তুমি বিদ্যমান,
কত লাঞ্ছনা তুমি সহেছো তবুও হও নি ম্রিয়মান।
কবির অলিক কল্পনায় কবিতার অঙ্গনে তুমি প্রেরণা।
ওহে নিসর্গ কি অপরূপ তুমি?
স্নিগ্ধ শীতল বয়ে চলো নীরবে পারাবার,
তুমি ইছামতি তুমি নদী সকলের কল্যাণে বয়ে চলো নীরবধি।
বহু মানুষের স্বপ্ন চাওয়া পাওয়া
অনন্তকাল ধরে তোমার বয়ে চলা।
বিরামহীন বাঁধন নিষেধ নেই ভাবনা,
ইতিহাস সাক্ষী তোমার অনন্ত জীবনের আনাগোনা।
সাহিত্যিক বিভূতিভূষণ জয়গান করে গেছেন তাঁর কাব্য আসনে,
দুই বাংলার মাঝ বরাবর চলেছো তুমি আপন মনে।
তোমার কোমল হৃদয় জুড়ে,
ভালোবাসার সাক্ষী, তুমিই ইচ্ছামতী।
ব্যক্তি স্বার্থ লোভ-লালসা বলি আজ তুমি।।
292 total views, 4 views today