সংজ্ঞা The Defination
কলমে – কৃষ্ণকলি বেরা
যদি তুমি কারো কথা ভাবো যেখানে স্বার্থের গন্ধ থাকবেনা,
যদি তুমি বিনা প্রয়োজনেই কারোর বিপদে ,দুঃখের দিনে পাশে দাঁড়াও, একবার তাঁর কাঁধে একটা হাত রেখে বলো”– চিন্তা করিস না আমি আছি তো”! সেটাই ভালোবাসা।যার কোনো সংজ্ঞা নেই,সম্পর্কের নাম নেই।
যেখানে মিশে থাকে সুযোগ সন্ধানের বিষ নিঃশ্বাস,পূঁতিগন্ধময় প্রয়োজনের পচা বস্তা , ভালোবাসা , স্নেহ,সব সেখানে ডাষ্টবিন।
130 total views, 4 views today