স্মৃতিচারণের পর্দা
কলমে – পিয়ালী রায় কুণ্ডু
কথা রা এখনো জীবন্ত প্রায়…
রাতের নিকষ আলোর শেষ প্রহরে কাকলির কুহুতান,
ঊষার আলো ছটা,উদিত হয় পৃথিবীর কোলে।
এমনই সময় তোমার কণ্ঠস্বর বেজে উঠত আমার ফোনের রিংটোনে । বেশ কিছু সময় কে বন্দি রাখতে কথার আলাপনে।
শৈশবকে ফিরিয়ে দিতে গল্পের গভীরে। জীবনের শিক্ষা ব্যাখ্যা পেত সারকথায়। বৈচিত্রের রং ছড়াত জীবন গল্পের ক্যানভাসে।
এইভাবেই দিনগুলি কাটতো মধুর অভ্যাসে।
প্রতিদিনের মিষ্টি আলাপে বাবা ও মেয়ের সংক্ষিপ্ত সংলাপে।
দিনের শুরুতেই মুখরিত হতো আমাদের আলাপচারিতা। কারণ বশতঃ প্রাতরাশের আড্ডার আসর না বসলে মন ব্যাকুল থাকতো সান্ধক্ষনের আশায়।
তোমার কাছে বিন্দুমাত্র অবহেলিত হতো না আমার আবদার।
আমি একাকী আজ, বিগত চারটি বছর প্রায়…
অনুশোচনা নয় মিষ্টি স্মৃতিচারণের পর্দায় বিভোর থাকি বারংবার।।
188 total views, 4 views today