“এটাই আমি “

কলমে – সোনালী মুখার্জী
স্পর্শ করেছ শরীর,
তাহলে…..
এটাই কী আমি?
ভালোবাসি তোমাকে,করলে দাবী।
চিনতে পেরেছ আমাকে
সামাজিক বন্ধনে।
চিনেছো কী মননে?
স্পর্শ করেছ শরীর
ভেবেছো নিজেকে বীর।
স্পর্শ করেছ মন?
পারোনি…..
তবে ভালোবাসা কী?
বাহ্যিক এই শরীর টা কী,
স্পর্শ করেছ আমায়,
অনুভূতিতে আমি নেই।
পারলে মন জানতে,
তখনি ভালোবাসতে।
পড়তে পেরেছ জীবনের গল্পের একটি পাতা,
পড়োনি উপন্যাসখানি।
শেষ পাতা পড়বে?
অন্তর তুমি চাওনি,
স্পর্শ করেছ শরীর,
হৃদয়ের দ্বারে তুমি যাওনি।
202 total views, 4 views today











