” সুকৃর্তি রাখো ভবে “

কলমে

শ্রী স্বপন কুমার দাস

     (গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম)

 

অন্তরে যদি সততা থাকে

সবার হৃদয়ে স্থান পাবে,

    বহু সাধনার ফল

        মানবজন্ম

    সুকৃর্তি রাখো ভবে।

  দ্বেষ বিদ্বেষ জাতি ধর্ম

ঝগড়া বিবাদ নিপাত যাক,

   দুদিনের এই খেলাঘরে

          মানবিকতা

    সম্প্রীতি বজাই থাক।

বিবেক আদর্শ মনুষ্যত্ব বোধ

ফিরাও সবার অন্তর মননে,

    সাড়ে তিন হাত মাটির

         শ্মশান কবর

  বরাদ্দ সবার বন্ধ নয়নে

 

 196 total views,  4 views today