” একটাই স্থান “

 

কলমে – কাজল দত্ত

প্রখর তপ্ত তাপে পুড়ছে সময় ।

এ পাড়া দাউ দাউ করে জ্বলে ও পাড়ার আগুনে !

মাংস পোড়া গন্ধ বয়ে বেড়ায় সময়ের বাতাসে।

হাতিয়ার হাতে কারা যেন ফেটে পড়ে উল্লাসে।

কারা যেন নিয়ে গেল কত তরতাজা  প্রাণ।

আসলেই ওরা জানেনা  আমাদের সকলেরই  যাওয়ার একটাই স্থান! 

হয়তো শ্মশান নয়তো গোরস্থান!

 233 total views,  4 views today