” আমি হলাম মন “

কলমে – -শ্যামল মুখার্জ্জী

রাধানগর, বিষ্ণুপুর ,বাঁকুড়া। পশ্চিমবঙ্গ,

আমি হলাম মন

 মানুষের মধ্যে থাকি,

 কখনো আমি ভালো

আবার কখনো খারাপ হয়ে থাকি।

 আমি হলাম মন

 ভালো বলে আমায়,

তুমি ভালো থাকো,

মানুষদের মন তুমি ফুর্তিতে ভরে রাখো।

 আমি হলাম মন

খারাপ বলে আমায়,

তুমি খারাপ থাকো

মানুষদের মন তুমি দুঃখে ভরে রাখো।

 ভালো বলে আমায়

খবর যদি ভালো হয়,

 তখন আমি মনকে ভালো রাখি।

 মানবদেহের মনকে আমি

 আনন্দ হাসিতে ভরে রাখি।

 খারাপ বলে আমায়

যদি খারাপ কিছু হয়,

তখন আমি মনকে

দুঃখে ভরে রাখি।

আনন্দকে তাড়িয়ে মানুষের মনে দুঃখ দিয়ে থাকি।

 আমি হলাম মন,

ভালো মন্দ নিয়ে হল,

 মানবদেহের জীবন।

সকলের ভালো হোক ,

এই কামনা করি।

 মানুষদের মনটাকে সর্বদা,

 আনন্দেতে ভরি।

 279 total views,  4 views today