” ছুটি “

কলমে – জয়দীপ রায়চৌধুরী

ঠিকানা:ডিএ -২,সেক্টর-১,সল্টলেক, কলকাতা-৭০০০৬৪.

তুমি যেদিন ছুটি পেলে

সেদিন সকাল থেকেই

আকাশের মুখ ছিল কালো,

মনে ছিল

এক করুণ বিষণ্ণতা।

সকালের ডাকে

প্রকৃতিদেবীর চিঠি টা

এসে পৌঁছেছিল

কাঁপা কাঁপা হাতে লেখা

চিঠিখানি,

মনে মনে ভয় নিয়ে

পড়েছিলাম ।

দু চোখে আমার তখন

অশ্রুবর্ষণ,

শ্রাবণের মেঘ

যেমন খেলা সাঙ্গ করে

আকাশপারে

বিদায় নেয়,

তেমন করেই তুমি

নিরুদ্দেশের যাত্রী হলে

সহসা।

শ্রাবণ রাতের খামে ভরা

সেই বিদায়ের

মায়াময় স্মৃতিচারণ

করে চলি …….আজও। ।

 236 total views,  6 views today