তোকে কি করে বোঝাই
কলমে – সুমিতা পয়ড়্যা
ওরে ভাই পাখি শোন তবে বলি
এটা শহর; এখানে মানুষ যান্ত্রিক
দিন যায় রাত আসে আবার দিন হয়
ছুটোছুটি ব্যস্ততায় দিন কাটে।
ওরে ভাই পাখি তোদের দেখার সময় আছে নাকি
বইমেলা বহু ভীড়; বেশিরভাগ আসে ঘুরতে
খায় দায় হৈই হুল্লোড় করে বাড়ি যায়
সবাই যে এখন লেখক কবি; তাই বই কেনাতে ফাঁকি।
ওরে ও ভাই পাখি, সবাই এখন সৃজনশীল
এতে নাইকো ক্ষতি; সৃষ্টি ভালো
পরনিন্দা, পরচর্চা বাদ গেছে কি!
চেতনা বেড়েছে;জ্বলছে কি জ্ঞানের আলো!
কিচিরমিচির শুনবে ওরা সময় অত কোথা
ছুটোছুটি করতেই ব্যস্ত সদাই সর্বক্ষণ
সবাই এখন নিজেই রাজা প্রজা শূন্য আধার
লোভে সব ডগমগ স্বার্থপরতায় বিচক্ষণ।
ওরে ও ভাই পাখি কার কাছে তুই আশা করিস
শ্রেষ্ঠ প্রাণী মানুষ সেটা বুঝি তুইও জানিস
হিংসা যে তাদের করায়ত্ব সেটা কি মানিস
লালের ফাগে আগুন জ্বলে সেটা কি তুই বুঝিস!
এই আঁধারে কত লীলা চলছে শত শত
বুঝতে হলে জন্মাতে হবে যুগে যুগে তত
উড়তে পারিস, নজর রাখিস এটুকুই তোর জানা
বইমেলা কেন পৃথিবী জুড়ে আরো আছে যত।
টাকাই সবাই ভালবাসে মানুষকে তো নয়
সেখানে তো তুই কোন ছাড় পাখি বলে নয়
সবটা আমার আমার বলে গর্জনে দাবিদার
পাখি হয়েই ভালো আছিস চল তবে অন্যখানে যাই।
275 total views, 4 views today