ধ্বংস লীলা
কলমে – কৃষ্ণা দাস
কেন এই ধ্বংস লীলা আসছে বার বার!বাতাসে ভেসে,দুর্গন্ধ নিয়ে?
নেই কি ওদের প্রানের মায়া,যারা নিত্য করছে খেলা
রক্তের বিনিময়ে?
শরীরের শক্তি বিনাশ হবে একদিন,অনুতাপ নিয়ে।
বাঁচাতে পারে না যদি একটি জীবন,মৃত্যুর কোল থেকে।
জীবনের অধিকার,কেড়ে কেন নিজের স্বার্থে লড়ে?
জীবনের গল্প,রয় না বসে
সময় বদলে দেয় জীবন,তবে
কেন রক্ত ঝড়িয়ে,উচ্ছাসে করে নৃত্য।
মানুষের ভেতরে আছে জানি কত,অমানুষিক আচরণ!
কাঁদে না তাঁরা… পরের জন্য
বাঁজায় শুধু,ধ্বংসের বীণা।
জন্ম হয় না কারো,,অপরাধের সীলমোহর নিয়ে।
অপরাধী হয় তারা,মস্তিষ্কের আবর্জনা থেকে,একরাশ অপরাধ নিয়ে।
কাঁপে না কখনও,তাদের হাত,নিরীহ মানুষের প্রাণ নিতে……
নিমেষে হাড়িয়ে যায়,দস্যুর তান্ডব নৃত্যে।
বাতাসে ছড়ায়,মৃত্যুর গন্ধ তাজা রক্ত ঝরে.. অশ্রুর
বন্যা বয়ে যায়,একাকী মুক্ত মাঠের এক কোণে।
শেষ ঠিকানা,প্রহর গুনতে করেছিল দীর্ঘ অপেক্ষা!!
অবশেষে,মৃত্যু এলো ভীষণ দমকা হাওয়ায়,চলে গেলো
অবশেষে,না ফেরার শেষ ঠিকানায়।।
352 total views, 4 views today