“নিরুদ্দেশ ”
কলমে – সুমিতা পয়ড়্যা
কল্যাণী, নদীয়া
চল পেঙ্গুইন চল
কোথায় যাবি বল!
আজকে আমি তোর
খাটাবি তোর জোর
লজ্জায় লুকোস না মুখ
জানাবি তোর সব দুখ
তুইতো আর পর নোস
আপনায় আপন হোস।
চল পেঙ্গুইন চল
মনের কথা বল
শুনতে শুনতে বিভোর হব
আবেগ ভরে কথা কব
দুহাতে দুহাত ধরব
একসাথে পথ চলব
দুঁহুরে দোঁহাতে মেলাব
মনের কথা বলব
দুচোখে চোখ রেখে
এক মাদকতা মেখে
মিষ্টি সুরে গান গাইব।
চল পেঙ্গুইন চল
কোথায় যাবি বল!
তোদের মত অমন করে
কেউ কখন বলে না মোরে
সবাই চলে গা ভাসিয়ে।
স্বপ্নে দেখা স্বপ্নগুলো
রঙের বাহারে ডানা মেলল
উড়ে যেন কোথায় মিশল
হাওয়ার গানে পাল তুলল
পেঁজা তুলো ছড়িয়ে গেল
এদিক ওদিক ছুটে বেড়াল
ভালোবাসা বিলিয়ে দিল
একান্ত আপনার কাছে গেল
সং সেজে উঠে দাঁড়াল
শূন্যতা আঁধারে ঘর ভরাল
মন ভরল কি!
চল পেঙ্গুইন চল
আজ মনের কথাই বল।
চল পেঙ্গুইন চল।
411 total views, 4 views today