“চির সখা হে”

কলমে- কল্যাণী সরকার

বানীপুর, উত্তর চব্বিশ পরগনা, পিন 743233

 

নয়নের পরে নয়ন মেলিয়া

থেকে থেকে মোরা উঠিব গাহিয়া

পরানে পরান দেবো ঢালিয়া

 চিরদিনের লাগি।

কথার মালা যতনে গাঁথিব

তাহাতে প্রেমের সুধা ঢালিব

কানেকানে তোমায় গোপনে কহিব

প্রেম ভিক্ষা মাগি।

সময় কখন যাইবে চলিয়া

রবি কিরণ পড়িবে ঢলিয়া

মনের আগল দেবো খুলিয়া

নিদ্রা বিহীন জাগি।

আঁধারে জোনাকি আলো জ্বালিবে

দূরে মেঠো সুরে বাঁশি বাজিবে

তব হাতে মোর হাত রহিবে

হবো  মন সোহাগী

 429 total views,  6 views today