অশ্রু
কলমে- কৃষ্ণা দাস
অশ্রু তো জানেনা,কোথায় তার ঠিকানা।
তবুও অশ্রু ঝরে,পাহাড়,নদী বেয়ে।
কত জঞ্জাল! বয়ে নিয়ে যায় সাদা অশ্রুর গভীর জলে।
তবুও অশ্রু,হয় না কালো গভীর বেদনার অন্ত রালে।
শুকিয়ে যায় অশ্রু,নিজের ধারা বজায় রেখে।
ঠিকানা তার খোদাই করা বক্ষের নিভৃত কোনে।
পারে না কেউ,কখনও তাকে বাঁধ দিয়ে আটকে রাখবে।
আষাঢ় শ্রাবণ মাসের,বৃষ্টির জলে,উপচে যায় নদী।
অশ্রুর বন্যার,অজস্র ধারা
সঞ্চিত থাকে হৃদয়ে।
কোথাও নেই কেউ,বুঝবে অশ্রুর নিরব ভাষা
অশ্রু সজলের অবিরাম ধারায়,সিক্ত হয় হৃদয়ের কাঁটা।
অশ্রুর নিরব বেদনা,শোনেননি কেউ কখনও
দেখেনি কেউ,দুচোখ ভরে অশ্রুর নিরব বেদনা।
ধনী,দরিদ্রের অশ্রুর ভাষা,হয় না কখনও,ভিন্ন…
অশ্রু যে ধরে রাখে,সাম্য বাদের বেদনার একঘরে।
অশ্রুর ভাষা,বোঝা বড় দায়! ভাষা তার বিচিত্র,বোঝার ক্ষমতা থাকতো যদি,তবে কি অশ্রু ঝড়ে,নিরব বেদনার আঁচলের ছাঁয়ে।
আঁচলের ঠিকানায়,অশ্রু যখন,নিরবে কথা বলে!অশ্রু হাসে,নিরবে শুধু দেখলো না কেউ কখনও দুয়ার খুলে
79 total views, 8 views today