অনুভবের প্রসাদ
কলমে – ছবি বর্মন
হাত ধরবার নেইকো ধাত
ভরসা করবার নেই কাঁধ ,
আগলে রাখার নেই মানুষ
আছেন যারা নেই হুঁশ ।
হারানোর গ্লানিতে আজ স্বার্থপর
প্রেম প্রীতি নেই নিঃস্বার্থ ,
নিয়ন আলোর নিষ্ঠুর ঝলকে
বেচারা জোনাকি আজ ব্যর্থ ।
রোদরা লুকায় জোছনার আঁচলে
অন্তরে জাগে নিঃসঙ্গ রাত ,
মুছে গেছে শীতের কুয়াশা
উন্মনা মন দেয় সাথ ।
চৈত্র শেষে ব্যাকুল ঝড়
বয় মহুয়া মাতাল লগ্ন ,
ক্লান্ত কোকিল কুহু ডাকে
বসন্ত সুখে বাউল মগ্ন ।
নব আশ্বাসে বাঁধি বুক
সরিয়ে রেখে সব বিষাদ ,
আঁচল ভরে নিই কুড়িয়ে
সব রকমের অনুভবের প্রসাদ
88 total views, 4 views today