ছোট জাতির ঈশ্বর

কলমে – সুমিতা পয়ড়্যা

 

দাসানুদাস ছোট জাতি, ছোট জাত

অপবিত্র “মহর” পরিবার হলো কুপোকাত।

ভেদাভেদে অস্পৃশ্য-অচ্ছুত চরম প্রথা

নিম্ন বর্ণে হিন্দু ধর্মের করুণ মর্ম গাথা।

হেনস্থার শিকার শিক্ষা ছিল স্কুলের বাইরে

ইদারা পুকুরের জল ছোঁয়ার অধিকার নাইরে।

বোম্বের নামী স্কুলে উচ্চশিক্ষা নিজ অধ্যবসায়ে

দরিদ্র সন্তান পেল”ভারতরত্ন” সম্মান সর্ব শিক্ষার জয়ে।

বুদ্ধের জীবনী পড়ে ধর্মান্তরিত হলো বৌদ্ধ ধর্মে

জাত-পাতের বিরোধী ধর্মে বোধিসত্ত জ্ঞান আপন মর্মে।

স্বাধীন ভারতের সংবিধান বাবা সাহেবের অবদান

ভারতবর্ষের গর্ব ঈশ্বর আম্বেদকর অস্পৃশ্যের সম্মান।

 182 total views,  4 views today