পালক
কলমে – কেয়া দেবনাথ
গ্রা+ডাক দক্ষিণ চাতরা, থানা-বাদুড়িয়া, উত্তর চব্বিশ পরগণা,
মনের কথা আর কি বলি-
কখন কত কিছু মনে আসে
তখন জুড়ে নিই নামের পাশে।
কেউ কেউ পৃথিবীতে পূর্ণ করে আসে, আমি পাপী তাই জনম দুখিনী ভালোবেসেও হই ফকির
পরিণামে হজম করি উপেক্ষা।
স্বপ্নে খুঁজে ফিরে সুখের এক ঝলক
হ্যাঁ আমি পালক-
চলছি দুলিয়ে নোলক
বনবাসের ইতি কথা
বুঝবে অন্য কে তা?
না বলা যত সিতার চুপ কথা
মানুষ জানে ইতিহাসের গুটি কয়েক কথা
জানেনা সে দ্রৌপদীর ধর্ষণের কাহিনী
নীরব দর্শক জ্ঞাতিগোষ্ঠী ও অকর্মন্য পঞ্চস্বামী।
তোরা তো সেই শ্রী হরি
প্রকৃত নায়ক কুঞ্জ বিহারী,
তবুতো সে পায়নি রাধার মনের তল
কত লোনা অশ্রু জলে যমুনার ঘোলা জল। তুমিও তো চাওনি খুঁজতে প্রেমময়ীর প্রেম রথের হতে প্রকৃত চালক- হ্যাঁ আমি সেই চিরদুখী পালক
চলছি দুলিয়ে নোলক।
227 total views, 4 views today