সৃষ্টির শৃঙ্খল
কলমে – কৃষ্ণা দাস
ছোট ছোট কথা,ছোট ছোট ব্যাথা,
জমে হয় শিখরে,লেখা হয় গাঁথা।
বেদনার স্তুপ,হয় যবে বিস্ফোরিত,
দাবানল ছড়িয়ে যায়,রন্ধ্রে রন্ধ্রে।
আগুনকে জ্বলতে দিলে,শেষ হয় সময়ে।
আগুনের ও শেষ আছে,পরিণত হয়ে ভস্মে।
অঝোর বৃষ্টিতে,ক্ষমতা হারিয়ে,বন্যার ধারণ
বন্যার শেষে,পলির চারিদিকে আগমন
জীবন মৃত্যুর মাঝখানে,লড়াই সর্বক্ষণ।
স্থায়ী রুপে নয়তো কিছু,বলে দেয় সময় সব
মানুষের জন্য কোলাহল শুধু
অনর্থক অগাধ বিচরন।
লড়াইয়ের শেষে,ক্লান্ত অস্ত্র,
ঝনঝনিয়ে বাজে।
সীমার বাইরে,অসীম শক্তি,সৃষ্টিকে বেঁধে যায় না রেখে।
অমাবস্যা,পূর্ণিমা দিন রাত্রির খেলা শেষে
পুনরাবৃত্তি হয়…. সীমানার কাছে এসে।
সহজ নয়,সময়কে এড়িয়ে যাওয়া প্রহর
প্রহরের শেষে,প্রহর আসে সৃষ্টিরই শৃঙ্খল
242 total views, 4 views today