ইচ্ছা করে জানতে

কলমে – আকবর আলি

৩, মেহের আলি রোড, ত্রিতল,

পার্কসার্কাস, থানা – বেনিয়াপুকুর,

 

একে একে যাচ্ছো কোথা ? ইচ্ছা করে জানতে

বিষাদ মনে দুঃখ নিয়ে, পারছিনা তা মানতে !

সূর্যওঠে,ফুলওফোটে নিত্যকার মতে

নদীসমুদ্র্র বয়ে চলে,আপনগতির স্রোতে

 

সবইআছে আগেরমতো,লোকগুলো আজ কই?

পাইনা সরল প্রশ্নের জবাব, অপেক্ষাতে রই

এইতো ছিল হঠাগেল, কপূরসম উবে

দখিনাবাতাস উড়িয়েযেন,নিয়েপূবে

 

তিলেতিলেগড়া, কতো শিক্ষা অভিজ্ঞতার দান

নিমেষে ভস্মীভূত কেন, জীবনের সব মান

ক্ষণেকের তরে দিয়েছে ইশ্বর মোদের এই প্রান

মুহূর্তে আসে নির্দেশ, করো এবার প্রস্থান

 

চাওয়াপাওয়া, আকাঙ্ক্ষা, মায়াভালোবাসা

ফেলে যাওয়া পূর্ণঅপূর্ণ, মনের যতো আশা

কেউ পারে কেউ অক্ষম, জীবনতরী বাইতে

একে একে যাচ্ছো কোথাইচ্ছা করে জানতে

 265 total views,  4 views today