নষ্ট ভৈরব

কলমে – শ্রী স্বপন কুমার দাস

 (গোপীবল্লভপুর / ঝাড়গ্রাম)

 

ফুল বাগানে ফুলের সৌরভ

সৃষ্টি কর্তার দান,

মানুষ নামের নষ্ট ভৈরব

রাখেনা তার মান।

মানও নেই হুঁশও নেই

মনুষ্যত্ব হারা,

বিবেক আদর্শ সবের খেই

হাবুডুবু চেহারা।

ফুলের মতো তিলোত্তমা

আতঙ্কতে ভুগে,

নর পিশাচ মানুষ হানা

প্রকাশ্যে এ যুগে।

তথ্য প্রমান সবই লোপাট

টাকার বিনিময়ে,

 335 total views,  4 views today