“কাঁটা তার”

কলমে – রঞ্জন সরকার

তখন খুব ভোর, তখন শিশির ঝরছে

    দুই বাংলার সবুজ ঘাসের উপর ভালোবেসে,

কাঁটা তারের ওপারে একটা কোকিল ডেকে

              এপারের মানুষের কুশল নিচ্ছে হেঁসে।

এপারের শুক্ত, ঘন্ট, পটল ভাজার গন্ধ

       ওপারের পুলি -পিঠে পাটিসাপ্টাই মেসে,

আমি থাকি এপারে, প্রাণ থাকে ওপারে

মাঝে শুধু কাঁটা তার, ভাগাভাগি তাই দুই দেশে।

এপারের কাঁটা তারের গা ঘেঁষে একটা শিয়াল কাঁটা

              গাছের হলুদ ফুল টা ওপারে,

ওপারের মৌ মাছি রা এপারের  ফুলের মধু

      খেয়ে যায় কাঁটা তার গলে সকালে , দুপুরে।

মাঝে শুধু কাঁটা তার ভাবে আমি কেন

                             জন্মেছি কাঁটা হয়ে মাঝে,

একটাই বাংলায়, “আ মরি বাংলা ভাষায় “

                      আমার তো এসব নাহি সাজে।

 বাংলার মনে প্রাণে নেই কোনো ভাগাভাগি বার্তা

                          নেই কোনো অমানব পাপ,

ভাগ্যহীন আমি, লজ্জিত আমি, পাপি আমি

   কাঁটা তার আমি, বাঙালির অভিশাপ।।

 375 total views,  4 views today