শান্তি রায়চৌধুরী: মণিপুরেও  বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ২১ থেকে ২৫টি আসন পেয়ে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। কড়া টক্কর দিয়ে কংগ্রেস ১৭ থেকে ২১টি আসন পেতে পারে।

এবিপি নিউজ-সিভোটার জনমত সমীক্ষায় ইঙ্গিত, NPF পেতে পারে ৬ থেকে ১০টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৮ থেকে ১২টি আসন। সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে প্রায় ৩৪ শতাংশ ভোট। কংগ্রেস ২৮ শতাংশ। এনপিএফ ১০ শতাংশ। অন্যান্যর ঝুলিতে যেতে পারে ২৮ শতাংশ ভোট।

 

 104 total views,  2 views today