শান্তি রায়চৌধুরী: ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর আবার হ্যাকারদের কবলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট।

বুধবার সাতসকালে মন্ত্রকের টুইটার হ্যাক হয়ে যায়। বদলে ফেলা হয় মন্ত্রকের টুইটার অ্যাকাউন্টে নামও। এরপরই শুরু একের পর এক বিভ্রান্তিমূলক টুইট পোস্ট। যদিও কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিন সকালে আচমকাই বদলে যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার অ্যাকাউন্টের নাম। দেখা যায়, মন্ত্রকের টুইটার অ্যাকাউন্টের নয়া নাম হয়েছে এলন মাস্ক। ‘গ্রেট জব’ লিখে টুইটও করা হয়। এছাড়া কিছু বিভ্রান্তিমূলক পোস্ট করা হয়। পরে জানা যায়, অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যদিও কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

Loading