শান্তি রায়চৌধুরী: করণা পরিস্থিতি দিনের-পর-দিন ভয়াবহ হয়ে উঠেছে সর্বত্র। বিশেষ করে কলকাতায় এই পরিস্থিতির উন্নতির বিশেষ লক্ষণ নেই। সংক্রমণএকদিন কমে তো একদিন বাড়ে।
এই মুহূর্তে কলকাতার সঙ্গে উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিও রীতিমতো উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত । সেখানে একদিনে ৪ হাজার ২৯৭ জন সংক্রমিত উত্তর ২৪ পরগনায়। তুলনামূলকভাবে কিছুটা ভাল দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি। ডায়মন্ডহারবার লোকসভা এলাকায় করোনা বিধির কড়াকড়ি। তৎপর পুলিশ-প্রশাসন।
247 total views, 6 views today