শান্তি রায়চৌধুরী: করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তাই সেদিকে লক্ষ্য রেখে এবার ওড়িশা সরকার কলেজ, বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ১০ জানুয়ারি থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল।

তবে মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ এবং রাজ্য স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলি বন্ধ করা হচ্ছে না।

আর ওড়িশা সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করা হলেও, অফলাইনে যে পরীক্ষাগুলি চলছে, সেগুলি চলবে। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনওরকম বিধিনিষেধ জারি করা হচ্ছে না।

সেই সঙ্গে ওড়িশা সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সব সরকারি ও সরকারের নিয়ন্ত্রণে থাকা অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে হবে।

সংক্রমণ মোকাবিলায় কড়া সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার।  ভুবনেশ্বর-কটকের পুলিশ কমিশনার জানিয়েছেন, শুক্রবার থেকে ওড়িশা সরকার নাইট কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে। রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে কড়া বিধিনিষেধ।

 119 total views,  6 views today