শান্তি রায়চৌধুরী: করোনার কারণে আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হল পুরীর জগন্নাথ মন্দির।
কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। ৩১ জানুয়ারি থেকে মন্দির খোলা হবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। তবে করোনা পরিস্থিতি বিচার বিবেচনা করে খোলার সিদ্ধান্ত নেয়া হবে। শুক্রবার মন্দির কর্তৃপক্ষ, ‘ছাটিসা নিযোগ’-এর বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।