শান্তি রায়চৌধুরী: সামনে নির্বাচন। সেই দিকে লক্ষ্য রেখে বড় ধরনের চমক দিলেন মোদি সরকার।
কি সেই চমক:
ঠিক হয়েছে, এবার থেকে রেল স্টেশনে ট্রেনের টিকিটের পাশাপাশি পাওয়া যাবে বিমান এবং বাসের টিকিটও। সেই সঙ্গে করানো যাবে আধার, প্যান, ভোটার কার্ড, মোবাইল রিচার্জও। একসঙ্গে এতগুলো কাজ আপনি করে নিতে পারবেন রেল কাউন্টারে।
এই সুবিধা কোথায় পাবেন:
জানা গিয়েছে, এখন দেশের ২০০টি রেল স্টেশনে কমন সার্ভিস সেন্টার (সিএসসি)-এর কিয়স্ক বা স্টল বসাচ্ছে রেলমন্ত্রক। এর নাম দেওয়া হচ্ছে ‘রেলওয়্যার সাথী’।
কারা এই কর্মসূচিকে বাস্তবায়িত করছে:
রেলমন্ত্রকের আওতাধীন রেলটেল এবং ইলেকট্রনিকস অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রকের অধীন ‘সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড’ (সিএসসি-এসপিভি)-এর যৌথ সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত করতে চলেছে মন্ত্রক। বাছাই করা ২০০টি স্টেশনে কমন সার্ভিস সেন্টারের স্টল বসানো হবে। দেশের অন্য স্টেশনেও এই পরিষেবা ধীরে ধীরে চালু হবে।
175 total views, 4 views today