শান্তি রায়চৌধুরী: লাফিয়ে লাফিয়ে মহারাষ্ট্রে বাড়ছে করোনা সংক্রমণ।  এই মুহূর্তে রাজ্যটিতে একদিনে আক্রান্ত ২০ হাজারের বেশি মানুষ। যা একদিনের হিসেবে ৩৩ শতাংশ বেশি। এমনকী বেড়েছে মৃত্যুও। আর এই পরিস্থিতিতে চিন্তিত চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে কি তাহলে লকডাউনের  পথে হাঁটবে রাজ্য?

এ নিয়ে কী ভাবেছে প্রশাসন? এ প্রসঙ্গে গতকাল, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, এবিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

সূত্রের খবর, লকডাউন জারি করা যায় কি না তা নিয়ে এনসিপি  প্রধান শরদ পাওয়ারের  সঙ্গে বৈঠক হয়েছে স্বাস্থ্যমন্ত্রী সহ স্বাস্থ্য কর্তাদের।

 223 total views,  6 views today