শান্তি রায়চৌধুরী: রাজ্যে করোনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে প্রায় সবকিছুই বন্ধের মুখে। কিন্তু এই আবহে বন্ধ হচ্ছে না অধ্যাপক নিয়োগে ‘সেট’ পরীক্ষা।  রবিবার রাজ্যে অধ্যাপক  নিয়োগে ‘সেট’ পরীক্ষা হবে।  জানিয়ে দিল কলেজ সার্ভিস কমিশন । এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক নিয়োগে ৮৩ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসবেন।

এই ‘সঙ্কটকালে পরীক্ষা কেন? কলেজ বন্ধ, অথচ পরীক্ষা?’ পরীক্ষা পিছোনোর দাবিতে মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি।

‘আপাতত রবিবার পরীক্ষার দিন অপরিবর্তিত। পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব’। ‘সেট’ স্থগিতের দাবিতে প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

 171 total views,  2 views today