শান্তি রায়চৌধুরী: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক বরাতজোরে বেঁচে গেলেন। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিশীথ প্রামাণিক দিল্লি থেকে বিশেষ বিমানে ইন্দোর গিয়েছিলেন। ইন্দোর বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেমে যাওয়ার পর বিমানটি দিল্লি ফেরার কথা। সেই অনুযায়ী বিমানে ফুয়েল ভরা হয়।

ফেরার সময় বিমানের দ্বিতীয় ইঞ্জিনটি হঠাৎ করেই বিকল হয়ে যায়। যথারীতি প্লেন ব্যাপক ঝাঁকুনি দিতে শুরু করে। সেসময় প্লেনে পাইলট ও একজন এয়ার হোস্টেস ছাড়া আর কেউ ছিলেন না।

এরপর দুর্ঘটনাগ্রস্ত প্লেনটির পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সমস্ত তথ্য দিয়ে প্লেন নামানোর অনুমতি চান। যদি ওই প্লেনটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক থাকতেন তাহলে তিনিও এই দুর্ঘটনা এড়াতে পারতেন না।

 175 total views,  2 views today