শান্তি রায়চৌধুরী: জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। এই পরিস্থিতিতে ক্রমেই করোনা সংক্রমণের গ্রাফ চড়তে শুরু করেছে উত্তর দিনাজপুর জেলায়। থাবা বসেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্দর মহলেও।
বুধবার আক্রান্ত হন অধ্যক্ষ কৌশিক সমাজদার সহ হেড ক্লার্ক এবং ২৫ জন স্বাস্থ্যকর্মী। এই পরিস্থিতিতে রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় সহ সংশ্লিষ্ট অফিসে কর্মরত ১৫ জন স্বাস্থ্যকর্মীর লালার নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা বলেন, ‘করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় যেসব জায়গায় করোনা হাসপাতাল ও সেভ হোম করা হয়েছিল। সেগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে।’ জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা বলেন, ‘রায়গঞ্জ মেডিকেল কলেজে করোনা চিকিৎসার পরিকাঠামো রয়েছে। রায়গঞ্জ একটি সেফ হোম তৈরি করা হয়েছে। জরুরীভিত্তিতে কাজ শুরু হয়েছে।’