শান্তি রায়চৌধুরী : রাজ্যে করোনা বেড়েই চলেছে। এর মধ্যেই ভোট হবে ৪ পুরসভায়। পৌরসভা গুলি হল-আসানসোল, চন্দননগর, বিধান নগর ও শিলিগুড়ি। সোমবার এই সিদ্ধান্ত গুলি নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশ করে যে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে-
*রোড শো, মিছিল, বাইক বা সাইকেল র্যালি করা যাবে না।
*নিরাপত্তারক্ষী বাদ দিয়ে, বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী-সহ সর্বোচ্চ ৫ জন থাকতে পারবেন।
*খোলা মাঠে জনসভায় থাকতে পারবেন সর্বোচ্চ ৫০০ জন।
*ঘেরা জায়গায় সর্বোচ্চ ২০০ জন বা আসন সংখ্যার অর্ধেক।
*সভাস্থলে আসা ও বেরনোর জন্য আলাদা গেট রাখতে হবে।
*কমানো হয়েছে প্রচারের সময়সীমাও। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার করা যাবে।
*৪৮ ঘণ্টার বদলে, ভোট শুরুর ৭২ ঘণ্টা আগে বন্ধ হবে প্রচার।