আজকের (২৮ ডিসেম্বর, ২০২১) রাশিফল
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
মেষ:
কোনো সংবাদে মন বিচলিত হতে পারে। আপনার আত্মিয়স্বজন বা প্রিয়জনের জন্য উৎকণ্ঠা। অকারণে অর্থ ব্যয় বাড়বে। আপনার জীবনের কোনো ঘটনা মনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। কাজে সাবধানতা অবলম্বন করুন।
বৃষ:
মনেপ আশা পূরণ হতে পারে। যোগাযোগের পরিবেশ অনুকূলে। বন্ধুর সহযোগিতা পাবেন। কর্তব্য এবং দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে হবে। প্রিয়জনের সঙ্গ আনন্দ দেবে।
মিথুন:
কোনো শুভ প্রচেষ্টার সাফল্য এবং অগ্রগতি। সম্পত্তিসংক্রান্ত কোনো সমস্যা সমাধানের পথ প্রশস্ত। কোনো ব্যতিক্রমী বিষয়ে মনে আগ্রহ বাড়বে। মানসিক দৃঢ়তা এবং ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন।
কর্কট:
শুভ কাজে ভাগ্যের আনুকূল্য পাবেন। প্রত্যাশা পূরণের সম্ভাবনা । মানসিক চাপ কমবে। ব্যাবসায়িক লেনদেন শুভ। ব্যবসায় আবেগ পরিহার করুন।
সিংহ:
কোনো পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে । সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ব্যবস্থাপনার অভাবে কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রিয়জনের অসুস্থতায় মানসিক উদ্বেগ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
কন্যা:
কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা। সুযোগ লাভ হবে। পারিপার্শ্বিক ঘটনা শান্তি নষ্ট করতে পারে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।
তুলা:
মানসিক চাপ অনুভব করতে পারেন। ব্যয়ের চাপ থাকবে প্রবল। পাওনা আদায়ে দেরি হতে পারে। শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন। দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে বলিষ্ঠ সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক:
কাজে অনুকূল পরিবর্তন ও সুযোগ আসতে পারে। সহযোগিতায় আটকে যাওয়া কাজের অগ্রগতি। প্রিয়জনের জন্য ব্যয় বাড়তে পারে। বিনোদনমূলক কাজে শান্তি পাবেন। প্রিয়জনের সান্নিধ্যে থাকুন।
ধনু:
কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ। ব্যবসায় অগ্রগতি হবে। আর্থিক ক্ষেত্রে আশাপ্রদ। পাওনা আদায়ে অগ্রগতি। ভালো ফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন।
মকর:
কোনো একটি সংবাদে আশাবাদী হবেন। যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আশার আলো দেখতে পাবেন। পরিশ্রম বাড়বে। মানসিক শান্তি থাকবে। নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান। সুস্থ থাকার চেষ্টা করুন।
কুম্ভ:
কোনো প্রচেষ্টার শুভ ফল পেতে পারেন। অর্থ প্রাপ্তির ঘর শুভ। কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। কাজে নিজের দক্ষতার পরিচয় দিতে পারবেন। সমাজসেবামূলক কাজে সুনাম বৃদ্ধি। অর্থের সদ্ব্যবহার করুন।
মীন:
উৎসাহ ও উদ্যোমে বিশেষ ভূমিকা নিতে পারবেন। অন্যকে প্রভাবিত করতে পারবেন। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা কমবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারবেন। বিতর্ক এড়িয়ে চলুন।
চাকরিতে পদোন্নতির টোটকা
যেকোনো মন্দিরে বা নিজের বাড়িতে যেখানেই হোক প্রতিষ্ঠিত শিবলিঙ্গের মাথায় নিজের মনোবাসনা জানিয়ে দুধ ঢালতে হবে। যত্ন সহকারে একটি নিখুঁত বেলপাতা দিতে হবে। শিবলিঙ্গের মাথায় এবং যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে তা হল – ‘ওঁ নমঃ শিবায় নমঃ’।
২০২১-এ রাশি অনুযায়ী প্রতিকার
মেষ – গোলাপী রঙ ব্যবহার করুন। পীত পোখরাজ, ত্রিমুখী রুদ্রাক্ষ ব্যবহার্য। নিত্য বগলামুখী কবচ পাঠে উপকৃত। শুভবার- মঙ্গল
বৃষ – সাদা রঙ ব্যবহার করুন। ইন্দ্রনীলা, ৭ মুখী রুদ্রাক্ষ। নিত্য দক্ষিণাকালী কবচ পাঠে উপকৃত। শুভবার – শনি।
মিথুন – হরিৎ বর্ণ ব্যবহার করুন। ৭ মুখী রুদ্রাক্ষ, ক্যাটস আই ধারণ করুন। নিত্য ত্রিপুরাসুন্দরী কবচ পাঠে উপকৃত। শুভবার – বুধ।
কর্কট – ঘীয়ের বর্ণ ব্যবহার করুন। রক্তপ্রবাল, ৭ মুখী রুদ্রাক্ষ, নিত্য বগলামুখী কবচ পাঠে উপকৃত। শুভবার – সোম।
সিংহ – গোলাপী বর্ণ ব্যবহার করুন। ৭ মুখী রুদ্রাক্ষ অথবা চুনী ব্যবহার্য। শুভবার – রবি, শুক্র।ত্রিপুরাসুন্দরী কবচ পাঠে শুভ।
কন্যা – আকাশী বর্ণ ব্যবহার করুন। পান্না, ২ মুখী রুদ্রাক্ষ ব্যবহারে শুভ ফল। ভুবনেশ্বরী কবচ পাঠে উপকৃত হবেন। শুভবার – শুক্র।
তুলা – শুভ বর্ণ সাদা, মুক্তা, ৭ মুখী রুদ্রাক্ষ। নিত্য কমলা কবচ পাঠে উপকৃত।
বৃশ্চিক – শুভবার – মঙ্গল। শুভ বর্ণ সাদা। রক্তপ্রবাল, তিনটি ৫ মুখী রুদ্রাক্ষ ধারণ। তারা কবচ পাঠে উপকৃত।
ধনু – শুভ বর্ণ গোলাপী। চুনী, ৪ মুখী রুদ্রাক্ষ। শুভাবার – রবি, বৃহস্পতি। নিত্য তারা কবচ পাঠ করবেন।
মকর – শুভ বার- শুক্র। হীরা অথবা ৬ মুখী রুদ্রাক্ষ ধারণ। নিত্য দক্ষিণা কালী কবচ পাঠ করবেন। দক্ষিনা কালী কবচ পাঠে উপকৃত হবেন।
কুম্ভ – শুভবার শনি। অপরাজিতা নীলা, অপরাজিতা নীলা, ৮ মুখী রুদ্রাক্ষ ধারণ। নিত্য দক্ষিণা কালী ও তারা কবচ পাঠে উপকৃত হবেন।
মীন – শুভ বার মঙ্গল, বৃহস্পিত। পীত পোখরাজ ও ১০ মুখী রুদ্রাক্ষ ধারণ। নিত্য তারা কবচ পাঠ করবেন।
বি.দ্র – পাঠের জন্য প্রয়োজনীয় কবচগুলি নীল দশমহাবিদ্যা পুস্তকে পাওয়া যাবে।
বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন
আচার্য্য শিবু শাস্ত্রী
9830292174 / 6291252790