শান্তি রায়চৌধুরী: ১ জানুয়ারি ২০২২ থেকে রেলওয়ের ২০টি সাধারণ কোচে অসংরক্ষিত টিকিটের মাধ্যমে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে রেল। নতুন বছরে আপনি অসংরক্ষিত টিকিটের মাধ্যমেই ভ্রমণ করতে পারবেন। দেখে নিন কোন-কোন ট্রেনে পাবেন এই সুবিধা।
1 ট্রেন নম্বর- 12531
রুট- গোরখপুর-লখনউ
কোচ – D12- D15 ও DL1
2 ট্রেন নম্বর- 12532
রুট-লখনউ-গোরখপুর
কোচ – D12-D15 ও DL1
3 ট্রেন নম্বর- 15007
রুট- বারানসী সিটি-লখনউ
কোচ – D8-D9
4 ট্রেন নম্বর- 15008
রুট – লখনউ – বারাণসী সিটি
কোচ – D8-D9
5 ট্রেন নম্বর- 15009
রুট – গোরখপুর – মাইলানি
কোচ – D6-D7 DL1 ও DA2
6 ট্রেন নম্বর- 15010
রুট – ময়লানি – গোরখপুর
কোচ – D6-D7 DL1 ও DL 2
-
ট্রেন নম্বর- 15043
রুট- লখনউ-কাঠগোদাম
কোচ – D5-D6 DL1 ও DL2
-
ট্রেন নম্বর- 15044
রুট- কাঠগোদাম-লখনউ
কোচ – D5-D6 DL1 ও DL 2
-
ট্রেন নং-15053
রুট- ছাপড়া-লখনউ
কোচ – D7-D8
-
ট্রেন নম্বর- 15054
রুট- লখনউ- ছাপড়া
কোচ – D7-D8
-
ট্রেন নং- 15069
রুট- গোরখপুর- আইশবাগ
কোচ – D12-D14 ও DL1
12 ট্রেন নং-15070
রুট- আইশবাগ-গোরখপুর
কোচ: D12-D14 ও DL1
-
ট্রেন নম্বর- 15084
রুট- ফররুখাবাদ- ছাপড়া
কোচ – D7-D8
-
ট্রেন নং-15083
রুট- ছাপড়া- ফারুখাবাদ
কোচ – D7-D8
-
ট্রেন নম্বর- 15103
রুটঃ গোরখপুর-বেনারস
কোচ: D14-D15
-
ট্রেন নম্বর- 15104
রুট – বেনারস – গোরখপুর
কোচ – D14-D15
-
ট্রেন নম্বর- 15105
রুট- ছাপড়া- নৈতানওয়া
কোচ – D12-D13
-
ট্রেন নম্বর- 15106
রুট- নৈতানওয়া- ছাপড়া
কোচ – D12-D13
-
ট্রেন নম্বর- 15113
রুট- গোমতী নগর- ছাপড়া কাছারি
কোচ – D8-D9
-
ট্রেন নম্বর- 15114
রুট – ছাপড়া কাছেরী – গোমতী নগর
কোচ – D8-D9
মানতে হবে নির্দেশিকা:
করোনাকালে ভিড় এড়াতে সাধারণ কোচে রিজার্ভেশন ছাড়াই ভ্রমণের সুবিধা বন্ধ করে দিয়েছিল ভারতীয় রেল। তবে ফের সেই সুবিধা চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ। এখন যাত্রীরা ১ জানুয়ারি থেকে রিজার্ভেশন ছাড়া ভ্রমণ করতে পারবেন। তবে যাত্রার সময় করোনার নির্দেশিকা মেনে চলতে হবে যাত্রীদের। রেলওয়ে নিরাপত্তার নিয়ম মেনে বর্তমানে ২০টি ট্রেনে যাত্রীদের এই সুবিধা দিচ্ছে রেল।